মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধানের শীষের পক্ষে সূত্রাপুরে বিএনপির বিশাল মিছিল ও নির্বাচনি প্রচারণা

মামুন শেখ, জবি সংবাদদাতা: ঢাকা মহানগর দক্ষিণ ৪৩ নং ওয়ার্ড সূত্রাপুর থানা বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক তত্বাবধানে ছিলেন সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক মো. আজিজুল ইসলাম। মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী এই মিছিলটি ৪৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, যেখানে অংশ নেন শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণ।

আজিজুল ইসলাম বলেন,“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের আশা, অধিকার ও মুক্তির প্রতিচ্ছবি। এই প্রতীকের মাধ্যমে জনগণ তাদের গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। আজ দেশের মানুষ গণতন্ত্র থেকে বঞ্চিত, বাকস্বাধীনতা হুমকির মুখে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই আমাদের একমাত্র লক্ষ্য— ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সেই হারানো অধিকার পুনরুদ্ধার করা।”

তিনি আরও বলেন, “ধানের শীষ মানে মানুষের মুক্তির আহ্বান, ন্যায়ের প্রতীক। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে স্বাধীনতার জন্য আমরা এক হয়েছিলাম, ঠিক সেভাবেই আজ গণতন্ত্রের জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, মানুষের বিজয়। ইনশাআল্লাহ, ঐক্য ও সাহস থাকলে বিজয় আমাদের হবেই।” মিছিলে ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফয়েজ বলেন “ধানের শীষ গণতন্ত্র ও জনগণের মুক্তির প্রতীক। ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত।” এ সময় ১ নং যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দেলোয়ার বলেন,“ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। গণতন্ত্রের জন্য সবাইকে এক কাতারে আসতে হবে।” মিছিলে আরও অংশ নেন ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল বারেক, সহ-সভাপতি কামরুল হোসেন কামিরসহ আশপাশের ওয়ার্ডের বহু নেতা-কর্মী। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশ আবারও গণতন্ত্র ও জনগণের সরকার ফিরে পাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়