অবৈধ বালু উত্তোলনে কৃষি জমি হুমকিতে প্রভাবশালী সালমানের বিরুদ্ধে অভিযোগ


শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কণঝোড়া বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সালমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকার কৃষিজমির পাশে নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এর ফলে আশেপাশের জমির মাটি ভেঙে পড়ছে, ফসলি জমি ও বসতভিটা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী যন্ত্র ব্যবহার করে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও কৃষির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় বালু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় এক কৃষক বলেন, “আমাদের ফসলের জমি নদীতে ভেঙে যাচ্ছে।
বালু তোলা বন্ধ না হলে আগামী মৌসুমে চাষাবাদ করা সম্ভব হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।