উলিপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন


উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫” বিষয়ক উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোহাম্মদ হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী অক্টোবর মাসে সারাদেশের মতো উলিপুর উপজেলায়ও টাইফয়েড প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা দেওয়া হবে।
ডাঃমোহাম্মদ হারুন অর রশীদ“বলেন টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে আমরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।”মোট শিশু ১,২৭,৫০০।
মোট শিক্ষা প্রতিষ্ঠান ৬০৬টি
মোট অস্থায়ী কেন্দ্র ৩৩৬টি
স্হায়ী কেন্দ্র ১টি
ভ্যাকসিন শুরু ১২/১০/২৫।
সভাটি আয়োজন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উলিপুর, কুড়িগ্রাম, সহযোগিতায় গ্যাভি (Gavi), PATH, ইউনিসেফ (UNICEF) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সভা শেষে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।