বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন কমিটি বেলকুচি শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম গোলাম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সোহাগপুর সরকারি এস,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেহেদী মাসুদ, রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শাহীন বাদশা, ইলিয়াস কনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি: মো: কবির হোসেন। এসময় বক্তব্য রাখেন শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম, ধুকুরিয়াবেড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফতেখার মো: আহসান উল্লাহ প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়