রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় শ্রমিক কল্যান ফেডারেশনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলার সকল ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেড ইউনিয়ন সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকাল ৯টায় স্থানীয় জিলা স্কুল মিলনায়তনে জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিসদ সদস্য, ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সহকারি অধ্যাপক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন,   নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক ডঃ জিয়াউল হক। অনুষ্ঠিত পরিচালনা করেন ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল মামুন। 

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নাই তাই আমাদেরকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে৷ আগামী দিনে বৈষম্যমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে৷

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়