মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে ওয়াফির গণসংযোগ

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি শেরপুর সদর-১ (সদর) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন। দিননব্যাপী জেলা শহরের চাপাতলি, খরমপুর, নয়ানী বাজার, গোয়ালপট্টি, মুন্সিবাজার ও কালির বাজার, তিনানী বাজার এলাকায় বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় আমার বাংলাদেশ (এবি) পার্টির শেরপুর পৌর ও ইউনিয়ন কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবি পার্টি সূত্রে জানা গেছে, মরহুম কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি’র এবি পার্টি থেকে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।

গণসংযোগ কালে হাসান ইমাম ওয়াফি জানান, শেরপুর সদর-১) আসন অর্থাৎ শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সদরের ১৪টি ইউনিয়নের সাথে আমার মরহুম বাবার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ধরে রাখতে আমি এই আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হয়েছি। আমার পরিবার ও দল থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আমি জনগনের কল্যাণে কাজ করে যাব। এজন্য আমার নিজ জেলার শহরে আজ সাধারণ ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়