শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বেরোবি’র কর্মচারী গ্রেফতার

বেরোবি প্রতিনিধি: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। ওই মামলার বাদি রেজিষ্টার ড, হারুণ অর রশিত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাংচুর, অগ্নি সংযোগ ও বিষ্ফোরক আইনে গ্রেফতার শফিকুল ইসলামের নামে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ওসি জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সময়গুলোতে সরসারি হামলায় অংশনেয়াসহ, বিস্ফোরক ফাটানোসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার বেশ কিছু গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। সেগুলো যাছাইবাছাইগুলো করা হচ্ছে। পরে তাকে আদালতে তোলা হবে। গ্রেফতার শফিকুল ইসলাম রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি বর্তমানে রংপুর নগরীর আশরপুর চকবাজার পাইমারি স্কুলের পিছনে তোফাজ্জল হোসেনের বা ভাড়া থাকতেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়