দুর্গাপূজা ঘিরে নওগাঁয় নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আলোচনা


সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফার মধ্যে ‘ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান’ নিশ্চিতে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ পৌরসভার ৮নং ওযার্ডের শুটিকালিতলা মন্দির ও আলফার মোড় খিদিরপুর কৈলাশ পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। এছাড়াও সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় বিএনপির নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকবছর আগে যে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন সেই ৩১ দফার মধ্যে সনাতন ধর্মালম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদানের কথা বলেছেন তিনি।
তিনি আরও বলেন, অতীতের ন্যায় এবারো শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু পরিবেশে উদযাপন করতে বিএনপির সকল নেতা-কর্মীরা আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকেও পূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল,সিনিয়র যুগ্ম আহবায়ক ডি এম কামাল,নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার, মন্দির কমিটির সভাপতি শ্রী ভীম মজুমদারসহ সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরআগে বিকেলে রজাকপুর ক্রীড়া সংঘের ১যুগ পূর্তি উপলক্ষে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এই বিএনপি নেতা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।