জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় মির্জা ফখরুল হাসপাতালে আসেন।
হাসপাতালে তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন। একইসঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।