মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে দশ টন ৬০০ কেজি সরকারি চাউলসহ যুবক আটক

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ইব্রাহিম নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকালে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। এসময় তার বাড়িতে অভিযান পরিচালনা করে সরকারি চাউল সহ ওই যুবককে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় ইব্রাহীমের কাছে থেকে একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ওই গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। আফরিন জাহান জানান, যৌথ বাহিনীর অভিযানে গাড়ামাসি গ্রাম থেকে আটককৃত যুবক এর স্বীকারোক্তি অনুযায়ী আনুমানিক দশ টন ৬০০ কেজি সরকারি চাউল সহ এক যুবক কে আটক করা হয়েছে। এসময় ওই যুবকের হাতে থাকা একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

আফরিন জাহান আরও জানান, এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি। এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জানান, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দোকান ঘর ও বসত ঘরের ভিতর থেকে বিপুল পরিমাণ সরকারি চাউল জব্দ করেছে। তবে এবিষয়ে  এখনও বিস্তারিত জানাতে পারছি না। আমাদের অভিযানের কার্যক্রম সচল রয়েছে। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।

Uzzal

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়