রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আজ বাসায় ফিরেছেন তিনি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন। এরপর অসুস্থ বোধ করলে দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আজ সকালে চিকিৎসকরা জানান, বর্তমানে বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়