মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন  ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে  আনন্দ শোভা যাত্রা, সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে বেলকুচি জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশান থে‌কে এক বর্ণাঢ‌্য আনন্দ শোভাযাত্রা বের হ‌য়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়।

এ সময় সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি ও মন্দির ভিত্তির শিশু ও গনশিক্ষা কার্যক্রমের উপজেলার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও প্রকৌশলী গৌতম কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কুমার সূত্রধর, সোহাগপুর শ্রী শ্রী মদন মোহন সেবা সদন এর সভাপতি  বৈদ্য নাথ রায়, গৌর-গোবিন্দ ভজন মন্দির এর সভাপতি অমৃত নারায়ণ দে প্রমূখ। এছাড়া বিভিন্ন মন্দির, ধর্মীয় সংগঠনের পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়