বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট নিরসন হবে : থানজামা লুসাই

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত জনবল না থাকায় উপজেলাবাসী স্বাস্থ্য সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে উপজেলার গণসংহতি আন্দোলন এর অর্ধশতাধিক নেতাকর্মীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কাছে দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করে।

আজ সোমবার ৪ আগস্ট দুপুরে থানচি কলেজের অধ্যক্ষ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী মংসাই মারমা ও নির্বাহী সমন্বয়কারী সিনয়া স্রো এই স্বারকলিপি প্রদান করেন।

সদাশয় সরকার আপনাকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে পরিষদ পূনর্গঠন করে সরকার ও আপনাকে গণসংহতি আন্দোলন, থানচি উপজেলা শাখা ও থানচি উপজেলা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি।

এসময় গণসংহতি আন্দোলন এর নেতাকর্মীরা স্বারকলিপিতে বলেন,পার্বত্য জেলা পরিষদ গঠনের ৮ মাস অতিবাহিত হওয়ার পর ও থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, টেকনেশিয়ান এবং প্রয়োজনীয় জনবল না থাকায় উপজেলার জনগণ স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে।

অতীব পরিতাপের বিষয় যে, আপনার প্রতিষ্ঠানের ন্যাস্ত বিভাগ সমূহ বিগত ফ্যাসিস্ট সরকারের মতই নাগরিক সেবা প্রদান করছে না। ফলে জনগন তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। তথাপি জীবন মরনের প্রশ্ন থাকায় স্বাস্থ্য সেবা অগ্রাধিকার ভিক্তিতে সংকট নিরসন করা আবশ্যক হয়। তাই দ্রুত সময়ের মধ্যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান পদায়ন করতে হবে। তাছাড়া পল্লী এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যেন নিয়মিত থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বারকলিপি গ্রহনকালে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, তাদের দাবী জনস্বার্থ সংশ্লিষ্ট এবং এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে চাহিদা পাঠাবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়