জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত


সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
বুধবার এ তথ্য নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
তিনি আরও জানান, জামায়াতের নেতারা তাকে দেশের বাইরে চিকিৎসা করাতে বলেন। কিন্তু জামায়াত আমির সেটি নাকচ করে দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।
বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।
উল্লেখ্য, বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে। “নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথমবার পড়ে যাওয়ার কিছুক্ষণ পর নেতাকর্মীদের সহযোগিতায় ফের উঠে দাঁড়ান তিনি। আবার বক্তব্য শুরু করেন। কয়েক মুহূর্ত পরই ফের মঞ্চে পড়ে যান তিনি। দ্বিতীয় দফায় পড়ে যাওয়ার কিছু সময় পর মঞ্চে বসেই বক্তৃতা করেন তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।