মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপু‌রে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভুস্মিভূত কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভুস্মিভুত হয়েছে। এঘটনায় প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

  আজ সোমবার (৩০ জুন) ভোর ৫ টায় এই  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভূষি, খাদ্য পণ্য, কসমেটিক, তেল সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এবিষয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই।

কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে  ব্যবসায়ীরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়