নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত


মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৫ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে গত ২০ মে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন।
২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর সারা দেশের মতো টাঙ্গাইল জেলাতেও পুলিশের ভাবমূর্তি ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে নাগরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তার নেতৃত্বে নাগরপুর থানায় চালু হয়েছে সক্রিয় বিট পুলিশিং ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার ও গ্রাম পুলিশদের নিয়ে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
অপরাধ দমনের পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। নাগরপুর বাজার উন্নয়নে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠক, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিতকরণ এবং সচেতনতামূলক কার্যক্রম তার উদ্যোগের অন্যতম দৃষ্টান্ত।
জনবান্ধব আচরণ, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি শুধু পুলিশের নয়, নাগরপুরবাসীর কাছেও প্রশংসিত হয়েছেন। তার এই প্রচেষ্টা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
তার নেতৃত্বে নাগরপুর উপজেলা বর্তমানে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে টাঙ্গাইল জেলার একটি আদর্শ উপজেলা হিসেবে বিবেচিত হচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।