বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জমিতে ফসল সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের ১৪ দিন পর জমিতে ফসল সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে রুম্মান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু রুম্মান মিয়া তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির  ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, গত ১৪ দিন আগে রুম্মান মিয়া বিয়ে করেছেন।

সেই নববধূকে রেখে মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আম্রয় নেয়। সেখানে বজ্রাপাতে রুম্মান মিয়ার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেন, নব বধূ রেখে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয় বিদারক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়