বাংলাদেশের ‘অবিশ্বাস্য’ হারের পর যে ব্যাখা দিলেন প্রধান কোচ
সংবাদের আলো ডেস্ক: ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এবার বিদেশের মাটিতে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার হারল বাংলাদেশ। নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য হারের পর বেশ কয়েকটি বিষয় নিয়ে চলছে তুমুল সমালোচনা। রান আউট মিস, ক্যাচ মিস সেই সঙ্গে বাজে ফিল্ডিং, সবমিলিয়ে হারের জন্য যথেষ্ট ছিল এই কারণগুলো। এমন বিষয়গুলোই ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ… আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।’
দলের ব্যাটিং অর্ডার নিয়ে সিমন্স ব্যাখা দিলেন, ‘আমি এটা নিয়ে আগামীকাল (আজ) চিন্তা করব। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।’ ২০৫ রান নিয়ে এমন পরাজয় দুশ্চিন্তার কারণ থাকাটা স্বাভাবিক। সিমন্স অবশ্য আশাবাদী , ‘এখানে কিছু ম্যাচ খেলা এবং আমরা পাকিস্তানে যেটা করতে চাই, তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’ এদিকে, ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’
পরে ব্যাখা করে লিটন আরো বললেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।