ভারত যাওয়ার সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি: বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দুপুরে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন জামিল আহম্মেদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশনের( ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ইমিগ্রেশন ভবনে প্রবেশে করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।