শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন সোমবার

সংবাদের আলো ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে।

শুক্রবার (৯ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম এমন তথ্য জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর তা জমা দেওয়া হবে।

তাজুল ইসলাম আরও বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ‘ফরমাল চার্জ’ গঠনের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, এরই মধ্যে চাঁনখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সেই মামলায় চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে, গত ২০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

তখন তিনি বলেন, তদন্তের প্রায় শেষ পর্যায়ে এসে এটা প্রতীয়মান হয়েছে যে, এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সিদ্ধান্তে এবং ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র আওতায় সংগঠিত হয়। শেখ হাসিনা তার মন্ত্রিসভা, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে পরিকল্পনা সাজিয়ে তা বাস্তবায়ন করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়