সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 

পঙ্কজ সরকার নয়ন,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৌরসভার আয়োজনে বিনামূল্যে সেলাই, হস্তশিল্প ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) সকালে কালিগঞ্জ পৌর মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

এখন পর্যন্ত সেলাই, বিউটিফিকেশন ও হস্তশিল্পসহ মোট ৩ টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিচ্ছেন ৭০ জন প্রশিক্ষণার্থী। সেলাই ও বিউটিফিকেশন ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৪০ জন এবং হস্তশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ জন। প্রত্যেক প্রশিক্ষনার্থী যাতায়াত ভাতা বাবদ দৈনিক ১’শ টাকার পাশাপাশি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক,  কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার ও জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমসহ পৌর কার্য্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এবং পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, বর্তমান সমাজে হাতে কলমে কাজ শিখে অনেকেই সাবলম্বী হয়েছেন। এখন আর ঘরে বসে বেকার জীবন পার করতে হয় না। আপনারাও এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে থেকে সহযোগীতা করবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়