গোবিন্দগঞ্জে জামাতের মামলায় অভিযুক্ত আসামী গ্রেফতার


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর দায়ের করা মামলায় অভিযুক্ত শফিকুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) রাতে উপজেলার হরিরামপুর ইউপির বড়দহ পুরাতন বাজার এলাকা থেকে শফিকুলকে গ্রেফতার করা হয়। সে বড়দহ গ্রামের রফিকুল ইসলাম প্রধান বাবলুর ছেলে এবং মামলার ৬৩ ক্রমিকের অভিযুক্ত ব্যক্তি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইকবাল পাশার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক অভিযানে শফিকুলকে গ্রেফতার করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।