রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টেকনাফে ৬শ বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোটসহ ১০জন পাচারকারী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: বঙ্গোপসাগর পয়েন্ট দিয়ে চোরাই পথে মায়ানমারে পাচারকালে টেকনাফের কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৬শ বস্তা ইউরিয়া সার বোঝাই কাঠের বোট নিয়ে রোহিঙ্গাসহ বিভিন্ন এলাকার ১০জন পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ১লা মে রাতের প্রথম প্রহরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ এর টহল জাহাজ বিসিজিএস তাজউদ্দিন সাগরে টহল দেওয়ার সময় শীলখালি উপকুল হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিম হতে ধাওয়া করে চট্টগ্রামের কর্ণফুলি থানার মাষ্টার হাটের দ্বীপ কালারুন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র জিন্নাত আলী (৩৫) এর মালিকানাধীন এম ভি আরিফুল হাসান নামে একটি কাঠের বোট আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাঁচারকালে ৬শ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এরপর বোটে থাকা একই এলাকার বাসিন্দা ও বোটের মাঝি মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুল মান্নান (৪০), টেকনাফের হ্নীলা জাদিমোরার রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নং-সি-২৭ এর বাসিন্দা রফিকের পুত্র আব্দুল ওয়াহেদ (২৩), চট্টগ্রাম মিরসরাইয়ের গজারিয়ার নজরুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (২৭),একই এলাকার মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ তারেক হোসেন (২৩),কক্সবাজার মহেশখালী মাতার বাড়ির রমজান আলীর পুত্র আব্দুল কাদের (৪৭), একই এলাকার বানচু মিয়ার পুত্র তৌহিদুল ইসলাম (৩৫), তালেব আলীর পুত্র বাহাদুর (৪৩), মাতারবারি উত্তর রাজঘাটের মৃত আবুল কালামের পুত্র মোঃ নুরবক্স (৫৪) এবং নোয়াখালী চর জব্বার থানার নয়াপাড়ার মৃত রুস্তুম আমিনের পুত্র মোঃ সরোয়ার উদ্দিন (৫২), চট্টগ্রাম পটিয়া লাখেরা গ্রামের রাজা মিয়া ছারাং এর পুত্র মোঃ ওসমান (৫৬) কে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচএমএম হারুন অর রশিদ (লেঃ কমান্ডার বিএন) জানান,আটককৃত ১০জন আসামি এবং জব্দকৃত ৬শ বস্তা ইউরিয়া টেকনাফ কাস্টম্সে হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়