শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাসিরনগরে খেলাফত মজলিসের কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”এই শ্লোগানকে সামনে রেখে খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার কর্মীদের নিয়ে এ কাউন্সিল ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত,হামদ-নাত পরিবেশন,দারসে কোরআন পেশ করা হয়। পরে খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ বায়তুলমাল সম্পাদক মো: জিল্লুর রহমান । সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরানুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদ উল্লাহ,সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ইয়াসিন আহমেদ নোমানী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভূইয়া, মোহাম্মদ আল আমিন,প্রধান উপদেষ্টা মো: নজরুল ইসলাম ভূইয়া, মুফতি মুখলেছুর রহমান । কাউন্সিল অধিবেশনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,খেলাফত মজলিসের মাধবপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সরাইল উপজেলা সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ,

উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,নাইম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুল লতিফ, মাওলানা মাহবুবুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, মুফতি সাইফুল ইসলাম,জেলা ইসলামী যুব মজলিসের নেতা ইসলাম উদ্দিন পাঠান, আলাউদ্দিন আযুবী, তোফাজ্জল হোসেন,সহ খেলাফত মজলিস উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের প্রস্তাব,পরামর্শ ও সর্বসম্মতিক্রমে মাওলানা মাহবুবুর রহমানকে সভাপতি, মোহাম্মদ ইমরানুর রশীদ কে সাধারণ সম্পাদক ও মাওলানা আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়।

প্রধান অতিথি খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন বলেন,বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়