বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে মে দিবস পালিত


মো:সেলিম রেজা তাজ,বেনাপোল,যশোর: “দুনিয়ার মজদুর এক হও”এই স্লোগানে বেনাপোল স্থলবন্দরে ১৩৯ তম আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১লা মে) সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর আয়োজনে, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজির হাসান উপস্থিত হয়ে, একটি শোক র্যালী বেনাপোল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চলনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি মাকসুদুর রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম,যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু,পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু। এ সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকরা তাদের চিকিৎসার জন্য একটি নিজস্ব হসপিটাল দাবী করেন, এবং ন্যায্য মজুরি ও টন প্রতি ৩৫ টাকা সহ শ্রমিকদের ঈদ বোনাস প্রদান ও চাকরি নিশ্চয়তা নিশ্চিত করার দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি নাসিমুল গনি বল্টু , পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবর রহমান তবি,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোইমেনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ইশতিয়াক আহম্মেদ শাওন(সদস্য সচিব,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর আলী সহ ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।