রূপগঞ্জে গ্যাস রাইজর বিস্ফোরণে ৩ জন দ্বগ্ধ


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্যাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর চেষ্টায় আধা ঘন্টায় মধ্যে গ্যাসের বাল্প বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণ থেকে। এই ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।