বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাদা চালে কালো থাবা

এ এস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় টিসিবির চাল কয়েক মাস ধরে বিতরণ না করে ওই চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগসহ ৯০ বস্তা চাল আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া পাড়া থেকে কালোবাজারে বিক্রি করার সময় টিসিবির চাল আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৯০ বস্তা চালসহ ট্রাক জব্দ করে হস্তান্তর করেছে জনতা।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাহ হোসেন বলেন, চালসহ একটি পিকাপ আমার পরিষদ চত্তরে নিয়ে এসেছে স্থানীয় জনতা। ডিলারের নিকট প্রমাণ চাওয়া হয়েছে। সাটুরিয়ার টিসিবির ডিলার দীপক সাহা বালিয়াটি, তিল্লি ও দিঘলিয়া ইউনিয়নে টিসিবির সব ধরণের পণ্য বিতরণ করে থাকেন। কিন্তু কয়েক মাস ধরে এসব ইউনিয়নে টিসিবির  সমাগ্রীর মধ্যে চাল বিতরণ না করে  কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে পায়তারা করছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাওন্নারা গ্রামের মো. শাহীন বলেন, বুধবার সকালে উপজেলা চত্ত্বরে শহীদ বেদিতে ফুল দিতে যাচ্ছিলাম। এমন সময় টিসিবির গোডাওনের সামনে একটি পিকাপ গাড়িতে চিসিবির চাল বের করে অন্য বস্তায় স্থানান্তর করে গাড়িতে লোড করছে। বিষয়টি সন্দেহ হলে ৯০ বস্তা চালসহ গাড়ি জব্দ করে উপজেলা প্রশাসনের নিকট নিয়ে যাই।
এ ব্যপারে টিসিবির ডিলার দীপক সাহা বলেন, টিসিবির বস্তায় সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় টিসিবির বস্তা থেকে অন্য বস্তায় স্থানান্তর করা হয়েছে। এই চাল বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নে জন্য গাড়িতে লোড করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা শাহীন ভুল বসত গাড়ি আটক করে প্রশাসনের কাছে জমা দিয়েছে। তার দাবী এ চাল কালোবাজারে বিক্রির জন্য গাড়িতে লোড করা হয়নি। ঈদ উপলক্ষে ওই তিন ইউনিয়নে বিতণের জন্য নেওয়া হয়েছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়