৫১ বলে ২০ রান শান্তর, খেলছেন না লিটন-মিরাজ-তাসকিনরা


সংবাদের আলো ডেস্ক: সোমবার থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি দল, তবে লিটন দাসের দল পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। কেননা টাইগার এই ওপেনারের সাথে পারিশ্রমিক ইস্যুতে বনিবনা হচ্ছিল না দলগুলোর। তবে ডিপিএল শুরুর আগের দিন গতকাল রোববার লিটনের দল পাওয়ার খবর জানা যায়। আজ শুরুর দিনে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ নামতে দেখা যায়নি লিটনকে। গুলশানের তারুণ্য নির্ভর দলে প্রথমদিনে ম্যাচে দেখা গেল না লিটনকে। এছাড়া মোহামেডান দলে নাম লেখানো জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও খেলছেন না। তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজদের দেখা যায়নি। এদিকে আবাহনীর হয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত।তবে ব্যাট হাতে ব্যর্থই বলা যায় তাকে। শুরু থেকেই বেশ স্ট্রাগল করতে দেখা যায় তাকে। বলের সাথে রান করতে হিমশিম খাচ্ছিলেন শান্ত। একসময় ৫১ বল খেলে ২০ রান করে বিদায় নেন তিনি। লেগ বিফোরে আউট হওয়ার পর মেজাজ হারাতে দেখা গেছে শান্তকে। বোঝা যাচ্ছিল আম্পায়ের সিদ্ধান্তে খুশি নন তিনি। যে কারণে হেলমেট ছুঁড়ে মারতে দেখা যায় শান্তকে। এদিকে ডিপিএলের উদ্বেধনী দিনে সকালে মিরপুরে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।