সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিমানে করে রাজধানী ছাড়লেন বাশার আল-আসাদ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। রবিবার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, রবিবার (৮ ডিসেম্বর) আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তবে তার গন্তব্য জানা যায়নি বলে জানান তারা।’ প্রত্যক্ষদর্শীরা বলছেন, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক গাড়িতে এবং পায়ে হেঁটে এসেছেন। তারা হাত নাড়ছেন এবং মুক্তি মুক্তি বলে স্লোগান দিচ্ছেন। বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙ্গার এবং সেদনায়া কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছি। রয়টার্স বলছে, দামেস্কের উপকণ্ঠে সেদনায়া একটি বিশাল সামরিক কারাগার। সেখানে সিরিয়ান সরকার হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়