শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৭ ডিসেম্বর: শেরপুর পাক হানাদার মুক্ত দিবস

সংবাদের আলো ডেস্ক: আজ ৭ ডিসেম্বর, শেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ও ত্যাগের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর শেরপুর অঞ্চলে পাক বাহিনী পরাজিত হয়ে শত্রুমুক্ত হয়, এবং শেরপুর অঞ্চলের মানুষের জন্য নতুন এক আশা ও মুক্তির সূচনা হয়।

শেরপুর জেলার ইতিহাসে এই দিনটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মুক্তিযোদ্ধাদের আত্মবলিদান এবং বাংলার স্বাধীনতার সংগ্রামের এক অমূল্য অধ্যায়। মুক্তিযুদ্ধের বীর সেনানীরা অত্যন্ত সাহসিকতার সাথে শত্রুদের মোকাবিলা করে, শেষ পর্যন্ত শেরপুরকে পাক হানাদার মুক্ত করে।

এই দিনটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং এটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের একটি সাফল্য। প্রতি বছর ৭ ডিসেম্বর শেরপুরে এই দিনটি পালন করা হয়, যেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়