সংবাদের আলো ডেস্ক: আজ ৭ ডিসেম্বর, শেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ও ত্যাগের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর শেরপুর অঞ্চলে পাক বাহিনী পরাজিত হয়ে শত্রুমুক্ত হয়, এবং শেরপুর অঞ্চলের মানুষের জন্য নতুন এক আশা ও মুক্তির সূচনা হয়।
এই দিনটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং এটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের একটি সাফল্য। প্রতি বছর ৭ ডিসেম্বর শেরপুরে এই দিনটি পালন করা হয়, যেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.