রেসলিং কোম্পানির সিইওকে শিক্ষামন্ত্রী করার ঘোষণা ট্রাম্পের

সংবাদের আলো ডেস্ক:যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে রেসলিং কোম্পানি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ম্যাকমাহনকে মনোনীত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এ মনোনয়ন ঘোষণা করেন।ট্রাম্পের এই সিদ্ধান্ত অনেকের কাছেই চমকপ্রদ, কারণ লিন্ডা ম্যাকমাহন দীর্ঘদিন ধরে বিনোদন ও ব্যবসা জগতে সক্রিয়। তবে তার মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের শিক্ষা নীতি এবং দেশব্যাপী শিক্ষামূলক সংস্কারে এক নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করার পর ট্রাম্প বলেন, ‘যদিও আমি নির্বাচনী প্রচারণায় শিক্ষা মন্ত্রণালয় বাতিল করার কথা বলেছিলাম, তবে আমি জানি যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি সম্ভব নয়। তাই পূর্বসূরিদের মতো এবারও আমি শিক্ষা মন্ত্রণালয়কে বহাল রাখব, কিন্তু আমার লক্ষ্য হলো- শিক্ষা ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনা।’
ট্রাম্পের আগে লিন্ডা ম্যাকমাহন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হওয়ার দৌড়ে ছিলেন। তবে ট্রাম্প তাকে ওই পদে মনোনীত না করে ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
উল্লেখ্য, লিন্ডা ম্যাকমাহন তার স্বামী ভিন্স ম্যাকমাহনের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন ধরে এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অর্থ সহায়তা এবং সমর্থন প্রদান করেন, যা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের একটি নিদর্শন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।