রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে সাঈদীকে নিয়ে কবিতা লিখে আওয়ামী লীগ নেতা বহিষ্কার !

সিরাজগঞ্জে সাঈদীকে নিয়ে কবিতা লিখে আওয়ামী লীগ নেতা বহিষ্কার ! - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এনায়েতপুর থানার কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুসকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেন ডা. আব্দুল কুদ্দুস। এ জন্য জরুরি সভা ডেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়