শশুর বাড়ি যাওয়ার আগেই নববধুর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের পর শশুরবাড়ী যাওয়ার আগেই স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন নামে এক নববধূ। মঙ্গলবার গভীর রাতে পরিবারের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মহননকারী খাদিজা খাতুন উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামের খবির উদ্দিনের মেয়ে। নিজ বাড়িতেই এ আত্মহত্যার ঘটনা ঘটে। বুধবার সকালে সলঙ্গা থানা পুলিশ তাঁর বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানাযায়, একই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এনামুল হকের সাথে ৭/৮ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। স্বামীর সাথে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।