বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তিতাস কতৃপক্ষের গাফিলতিতে সপ্তাহ ধরে জ্বলছে আগুন, আত্বঙ্কে পথচারীরা

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাস কতৃপক্ষের গাফিলতির কারনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হরিনহাটি এলাকায় গ্যাস লাইন লিকেজ হয়ে গত এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। বেশ কয়েক আগুনের লেলিহান শিখা বার বার বেড়ে উঠলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও সড়কের পাশে পৌরসভার ময়লা পানির শোয়ারেস লাইনে গ্যাস লিকেজে দিন রাত আগুন জ্বলছে। এতে করে আসে পাশের বসতবাড়ি, দোকানপাটসহ আত্বঙ্কে রয়েছে পথচারীরা। এদিকে বার বার তিতাস গ্যাস কতৃপক্ষের কাছে আবেদন করলেও মেরামতের কোন  উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।  

ফায়ার সর্ভিস ও স্থানীয়রা জানায় এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে ওই স্থানে পল্লীবিদ্যুত হোসাপ কারখানার সামনে থেকে এপেক্স র্ফামার গেইট পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুরে গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সাভিস তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ফের বুধবার সকাল সাতটার দিকে একই স্থানে হটাৎ করে ফের আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনো শোয়ারেছ লাইনের ভিতরে আগুন জ্বলছে। যে কোন মুর্হূতে আগুনের লেলিহান শিখা বৃদ্ধি পেতে পারে। এই আত্বঙ্কে আসে পাশের বসতবাড়ির লোকজন ও সড়কের পাশে চলাচলকারীরা ভয়ে ওই পথ দিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে এই ব্যাস্ততম মহাসড়কটির পাশে এমন ঘটনায় যানবাহন গুলো আত্বঙ্ক নিয়ে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসের কতৃপক্ষকে বিষয়টি বার বার অবগত করলেও মেরামতের কোন উদ্যোগ নেয়নি তারা। ফলে যে কোন মুর্হূতে বড় ধরনের ক্ষতি প্রানহানির ঘটনার সম্ভাবনা রয়েছে। এদিকে পাশেই একটি ঔষুধ ও জুতা তৈরি কারখানার হাজার হাজার শ্রমিক প্রানের ঝুকি নিয়ে সকাল বিকাল ওই পথটি ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দা খোকন মিয়া জানায় সড়কের পাশে পৌরসভার একটি ময়লা পানি নিস্কাশনের ড্রেন ভিতর দিয়ে গ্যাসের মেইন লাইন। এর আগেও আগুন ধরেছে। গত এক সপ্তাহ ধরে দুইবার আগুন লাগলো। এখনো ভিতরে ২৪ ঘন্টাই আগুন জ্বলে। গ্যাসের লাইন মেরামতের জন্য তিতাস গ্যাসের লোকজনকে অনেক বার বলেছি তারা এখনোও মেরামত করেনি। আমরা ভয়ে দোকানপাট খুলতে পারছিনা। আজকে সকালেও আগুন বৃদ্ধি পায়। এক সপ্তাহ ধরে আমাদের দোকান বন্ধ রয়েছে।

রজব মিয়া নামের এক বাসিন্দা জানায় হোসাপ কারখানার সামনে থেকে র্ফামার গেইট পর্যন্ত পৌরসভার ড্রেনে মাঝখানে গ্যাসের মেইন লাইন। এই লাইনে আধার কিলোমিটার এলাকা জুড়ে গ্যাসের লিকেজ ২৪ ঘন্টাই বুদ বুদ আকারে গ্যাস বেরোচ্ছে। আর ভিতরে একই বড় পাইপের ভিতর গত এক সপ্তাহ ধরে টানা আগুন জ্বলছে। এই আগুন মাঝে মধ্যেই বৃদ্ধি পায় যার কারনে আমরা আত্বঙ্কে রয়েছি।

এ বিষয়ে তিতাস গ্যাস চন্দ্রা জোনাল ম্যানেজার আমিনুর রহমান জানায় আমাদের তিতাস গ্যাসের বিতরন লাইনে সড়ক মেরামতের সময় পাইপ ক্ষতিগ্রস্ত হয়। যার কারনে লাইনের বিভিন্নস্থানে লিকেজ হয়েছে। আর প্রায় সময় আগুন ধরে যায়। আজকে সকালেও আগুন লাগার খবর পেয়েছি। ইতিমধ্যে ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে ঠিকাদার নিয়োগ করে মেরামতের ব্যবস্থা করা হবে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায় একই স্থানে দুই আগুন লাগলো। আজকে সকালেও আগুন লাগার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে ভিতরে একটি পানির একটি বড় পাইপ রয়েছে। সেখানে তিতাস গ্যাসের লাইন থেকে রাত দিন আগুন জ্বলছে সেখানে আমাদের যাওয়া সম্ভব না। ভিতরে গিয়ে আগুন নেভানোর কোন জায়গা নেই। তিতাস গ্যাস কতৃপক্ষ যদি এ লাইন দ্রুত মেরামত না করেন। তাহলে জান মালের বড় ধরনের ঝুকি রয়েছে। ইতিমধ্যেই আমরা তিতাস গ্যাস কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়