বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান২ জনকে জরিমানা ৬০ হাজার

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. লানজু সরকার (রুপার খামার, ধরণীবাড়ি)–কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ৭(গ) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তবকপুর ইউনিয়নে মো. আব্দুল মান্নাফ (তবকপুর, কুড়িগ্রাম)–কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, “অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়