সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি

সংবাদের আলো ডেস্ক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সঙ্গে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৮ ডিসেম্বর) আট দলের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিন এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন বলেন, ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জোট হচ্ছে তিনটা লক্ষ্যকে সামনে রেখে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ সংস্কার, অপরাধীদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার লক্ষ্যকে সামনে রেখে এনসিপি জোটভুক্ত হয়েছে।

তিনি আরো বলেন, এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়