সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদের আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ  নওগাঁ জেলা শাখার সভাপতি মো: তাইজুল ইসলাম (ঘড়ি)এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এস.এম আলমগীর, সহ-সভাপতি মো: আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো: তাইজুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর আলী মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এ.জে রনি মাহমুদ, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আশরাফুল আলম রাজু।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়