অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘কোথাও ভোটের পরিবেশ ব্যাহত হলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেখানে ভোটগ্রহণ বন্ধ রাখবে। অন্তবর্তী সরকার চায় মানুষ সুষ্ঠু সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।’
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কোনো দলের পক্ষে নয়, বরং জনগণের পক্ষে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরা এবং ভোট দিতে উৎসাহিত করা।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। যদি কেউ গন্ডগোল করার চেষ্টা করে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও যতক্ষন কেউ না চাইবে সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে না। যদি কেউ সহযোগিতা চায় তাকে সহযোগিতা করা হবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও নির্বাচন কমিশন সবসময় কাজ করবে।’
তিনি বলেন, ‘৩০ বছরের নিচে অনেক যুবকরা আজও পযন্ত ভোট দিতে পারেনি। সত্যিকারার্থে তারা বিগত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার পত্যেকটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন একসঙ্গে দুটি ভোটের আয়োজন করা হয়েছে। দুটি ব্যালটে ভোট গ্রহন করা হবে। যার মধ্যে একটি হচ্ছে গণভোট যেখানে ‘হ্যা’ অথবা ‘না’ থাকবে। আর অপরটি হচ্ছে ভোটারদের পছন্দের প্রার্থীর ব্যালট।’
তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ ভোটের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ড. মোহাম্মদ ইউনুসসহ আমরা উপদেষ্টারা সেখান থেকে সরে যাবো। দেশ আমার নতুন একটি স্বাভাবিক পদ্ধতিতে চলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।