বেলকুচিতে দুদকের সততা স্টোর উদ্ভোধন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি দমন কমিশন ও দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যােগে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসা ও মাজেদা আদিল স্বরনীয় উচ্চ বিদ্যালয়ে এই স্টোর উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের সততা যাচাই করার জন্য স্টোরে থাকবেনা কোন সেলসম্যান।
শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে নিজ দায়িত্বে বক্সে টাকা রেখে যাবে। এতে করে শিক্ষার্থীরা নিজেদের সততা প্রকাশ করতে পারবে বলে মনে করেন দুদকের কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম এ বাকী, সাধারন সম্পাদক আহম্মদ আলী ভুইয়া, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রেজা, অধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক আব্দুর রউফ কমল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।