সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূমিকম্পের ঝুঁকি জানতে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন প্রধান উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।

রাজধানীতে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় নিয়ে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজউকের এক আলোচনায় তিনি এ তথ্য জানান।

পরিবেশ উপদেষ্টা বলেছেন, ৬ মাস থেকে এক বছরের মধ্যে ঝুঁকি পর্যালোচনা ও মূল্যায়ন শেষ করতে হবে। ঝুঁকি সম্পর্কে জানতে এলাকাভিত্তিক আলাদা পরামর্শক ফার্মকে সার্ভের দায়িত্ব দেয়ার কথাও জানান তিনি।

রাজউকের ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সার্ভের কাজ শেষ করতে হবে বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকের ক্ষমতা বৃদ্ধিতে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে। ঝুঁকি মোকাবেলায় ট্রাস্ট গঠনের কাজ চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়