রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের সভাপতিকে প্রাণ নাশের হুমকি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবস্থিত চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বর্তমান সভাপতি মোঃ আব্দুল মান্নানকে প্রাণ নাশের অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন আব্দুল মান্নান। অভিযোগ সূত্রে জানা যায়, অধ্যক্ষ নজরুল ইসলাম শিক্ষার্থীদের ফি, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল এবং উন্নয়ন প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ তছরূপের প্রাথমিক সত্যতা পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে এবং উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছিলেন।ভুয়া বিল-ভাউচার তৈরি ও অন্যান্য অনিয়মের মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ কোনো কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। বিভিন্ন খাতে এভাবেই প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ।

অধ্যক্ষের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের এই অভিযোগে মান্দা উপজেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। চকউলী এলাকার অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত তদন্ত শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কলেজের ততকালীন সভাপতি ও থানা নির্বাহী কর্মকর্তা কারণ দর্শানো নোটিশ করলেও তিনি কোন রকম নোটিসের জবাব দেন না। পরে এডহক কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন।

আব্দুল মান্নান অভিযোগ এ বলেন, আমি সভাপতি হবার পরে অধ্যক্ষ নজরুল ইসলাম গত ২৯শে অক্টোবর আনুমানিক ৯.১০ মিনিটে বিবাদীর ব্যবহৃত ফোন ০১৭১৩৭৭২৫৭৬ থেকে আমাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন করে আছেন।আমার চাকুরী সমস্যা করবে এবং পরিবারকে দেখে নেবে বলে
বলেন।এই অবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে অধ্যক্ষ নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন এগুলো সব ভিত্তিহীন এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়