ব্রাক্ষণবাড়ীয়ায় সাবেক মন্ত্রী রবিউল মুক্তাদির চৌধুরীর ফাঁসির দাবীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ


মো: সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়াতে খুনি রবিউল মোক্তাদির চৌধুরী ও স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় হেফাজতের কর্মীসমর্থকরা বিক্ষোভ মিছিলটি শহরের পৌর মুক্তমঞ্চ সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউতলীর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর পর অপরাধীদের বিচারকার্যের কাঠগড়ায় দেখলেও অসংখ্য মাদ্রাসা ছাত্র হত্যাকারী খুনী রবিউল মোক্তাদির চৌধুরীকে আমরা এখনও বিচারের কাঠগড়ায় দেখিনি। আমরা অবিলম্বে খুনী রবিউল মোক্তাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে বিচারিক প্রক্রিয়ায় দেখতে চাই।
বক্তারা আরো বলেন, ২১ সালে মোদি বিরোধী আন্দোলনে হত্যাকারীর অন্যতম হোতা এসপি আনিস সহ প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা এখনও বহাল তবিয়তে রয়েছে। আফসোসের সাথে বলতে হয়, হত্যাকারী খুনি হাসিনার পাচাটা গোলাম পুলিশদের এখনও বিচার হয়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।