মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর

সংবাদের আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানা গেছে।

অভিযোগকারীরা হলেন, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের মনোনীত প্রার্থী উমামা ফাতেমা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনা আক্তার।

তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘শিবির সমর্থিত প্রার্থীর পক্ষে আগে থেকেই ব্যালট পূরণ করা হয়েছে। বিভিন্ন পদ্ধতিতে ভোটে জালিয়াতি করে নির্ধারিত প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা চলছে। এটি একটি প্রহসনের নির্বাচন।’

এই পরিস্থিতিতে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘এ ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচনসংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’

অন্যদিকে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম বলেন, ‘দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি, তবে প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। অনিয়ম মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়