শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ২০২৫ মৌসুমের অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য ড্রাফটে এদের বেশিরভাগই প্রথমবারের মতো বিবিএলের ড্রাফটে নাম লেখাচ্ছেন।

এ বছর বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশ থেকে যেসব ক্রিকেটারদের নাম রয়েছে তারা হলেন, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকার।

ড্রাফটের তালিকার বাইরেও রয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে হোবার্ট হরিকেনসের হয়ে খেলার কথা ছিল তার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি না পাওয়ায় তার খেলা হয়নি।

ধারণা করা হচ্ছে হোবার্ট হারিকেনস আগামী মৌসুমের জন্য রিশাদকে ধরে রাখবে। তবে বিগ ব্যাশ ও বিপিএলের সময় প্রায় একই হওয়ায় এবারও এনওসি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

ড্রাফটে বিশেষভাবে নজরে রয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে সফল মৌসুম কাটানোর পর তার প্রতি অস্ট্রেলিয়ান দলগুলোর আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট ডট কম ডট এইউ প্রকাশিত এক প্রতিবেদনে তাকে ‘হাইলি রিকমেন্ডেড’ খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে।

চলতি বছর ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের সঙ্গে একই সময়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টও। ফলে যে বাংলাদেশি ক্রিকেটাররা বিবিএলে দল পাবেন, তাদের জন্য দেশের ঘরোয়া লিগে খেলা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এনওসি না পাওয়ার সম্ভাবনাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়