নাসিরনগরে শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, আহত শতাধিক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
১০ জুন ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ৮ঘটিকার সময় শ্রীঘর গ্রামের সরকার গোষ্ঠী ও বড়হাঁটি গোষ্ঠীর মধ্যে প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষ টেঁটা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে শতাধিক নারী -পুরুষ আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামে জমিতে শসা চাষ করেছিলেন সরকার বাড়ির জুয়েল। দুই দিন আগে সেই জমি থেকে শসা চুরি করে গ্রামের বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয়।
এ নিয়ে সোমবার রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. খায়রুল আলম জানান শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্টির মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।