দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাক সমর্থকদের


সংবাদের আলো ডেস্ক: মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাধা নেই এ নিয়ে হাইকোর্টের আদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা সমর্থকরা। তবে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের।
আজ বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোয় আর বাধা থাকলো না।
এর আগে, গত ৮ দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি করে আসছে তার সমর্থকরা। বুধবার রাতভর অবস্থান নেয় তারা। যমুনার সামনের সড়ক হেয়ার রোডে ছিল তাদের অবস্থান।
অপরদিকে, আজ ভোর থেকেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যোগদান করে খণ্ড খণ্ড মিছিল। যার প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয় কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক।
এ সময়, কর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। যমুনার মুখে বাড়ানো হয় পুলিশের উপস্থিতি। সকাল থেকে এপিবিএন, র্যাব, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনীও।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।