শাহজাদপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪৮ বছর বয়সের এক ব্যাক্তির বিরুদ্ধে


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদিজা খাতুন নামের ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আইয়ুব আলী (৪৮) বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামে। ভুক্তভোগী প্রতিবন্ধী খাদিজা খাতুন ওই গ্রামের কৃষক মো. খলিল খাঁর মেয়ে। অভিযুক্ত আইয়ুব আলী একই গ্রামের মৃত দাউদ ব্যাপারীর ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সরেজমিনে ভুক্তিভোগী প্রতিবন্ধী মেয়েটির বাড়িতে গেলে তার মা অভিযোগ করে বলেন, গত ২৪ এপ্রিল আমার প্রতিবন্ধী মেয়ে প্রতিদিনের ন্যায় আমাদের পুরাতন বাড়িতে যায়। পরে দুপুরের খাবার খাওয়ানোর জন্য, আমি আমার মেয়েকে আমাদের পুরাতন বাড়ি থেকে আনতে গেলে সেখানে আমার মেয়েকে না পেয়ে ফিরে আসার সময় আইয়ুব আলীর বাড়ির পেছন থেকে খাদিজার চিৎকার শুনতে পাই।দৌড়ে সেখানে গিয়ে দেখি আইয়ুব আলী আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করছে। এসময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
এই বিষয়ে প্রতিবন্ধীর মেয়েটির বাবা আমাদেরকে আরে জানান, ১ বছর পূর্বেও আইয়ুব আলী আমার প্রতিবন্ধী মেয়ে খাদিজাকে ধর্ষণ করেছিল। সেসময় গ্রাম প্রধানদের বিষয়টি জানালে তারা প্রতিবন্ধী মেয়ে বলে আমাকে চুপ থাকতে বলেছিল। তখন যদি এর সঠিক বিচার হতো তা হলে এই আয়ুব আলী আবার আমার মেয়ের সাথে এই কাজ করতে সাহস পেত না।
এই বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আইয়ুব আলীর বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ব দেখা যায়। প্রতিবেশীরা জানায় এই ঘটনার পর থেকেই আইয়ুব আলী পলাতক রয়েছে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি প্রতিবন্ধী মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানার পর আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। কারণ ধর্ষণ সমাজে একটি মারাত্মক ব্যাধিতে রুপ নিয়েছে, এর সঠিকতর বিচার না হলে সমাজ পরিবর্তন হবে না। আর ধর্ষণের বিচার আমাদের মত সাধারণ মানুষের করার অধিকার নেই। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী বলেন, এই বিষয়ে প্রতিবন্ধী মেয়েটির পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।