কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যার জান্নাতির পরিবারের পাশে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা।।


নুরুল ফেরদৌস, (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর ভোটমারীতে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নিহত জান্নাতির শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকিয়া সুলতানা । আজ মঙ্গলবার (২৯ শে এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা নিহত জান্নাতির বাবার হাতে ২ বান্ডেল টিন আরো নগদ ৬ হাজার টাকা তুলে দেন। জান্নাতি উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হক ওরফে ফজু মিয়ার মেয়ে।সে স্থানীয় কালীগঞ্জ উপজেলার ভোটমারী এসএসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
গ্রেপ্তার হওয়া যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি মণ্ডল, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান টুকু, কালীগঞ্জ সংগ্রামের প্রতিনিধি হাসান আব্দুল মালেক, বাঁধন আহমেদ, রওশন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
নিহত জান্নাতির পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিকতার প্রশংসা করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, জান্নাতির হত্যায় মূল আসামী জেল হাজতে রয়েছেন। তার শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে দুই বান্ডেল টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।