উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ


রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ইফতারের আগ মুহূর্তে ২ শতাধিক পথচারী, ভ্যান চালক, রোজাদার ব্যক্তির হাতে, হাতে ইফতারি পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ রিফাত হোসেন,সাধারণ সম্পাদক রেকাত প্রামাণিক, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হাকিম, সহসভাপতি মোখলেসুর রহমান,সহ-সভাপতি অনেক তালুকদার,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ইসলাম সরকারি আকবর আলী কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা।
এসময় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইফতারি বিতরণ করা হয়েছে। ইফতারি বিতরণ শেষে কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।